IQNA

ভিডিও | মাদাগাস্কারের ইমাম রেজা মসজিদে কুরআন মাহফিল

তেহরান (ইকনা): আফ্রিকার দেশ মাদাগাস্কারের ইমাম রেজা (আ.)-এর মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াত একটি ভিডিও প্রকাশ করা হল।

 এই মাহফিল ক্বারির সাথে সকলে একসাথে কুরআন তিলাওয়া করেছেন। উক্ত মাহফিলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ কাভিয়ানী উপস্থিতি ছিলেন।

 

captcha